ঝিনাইদহে আশার আরএম ও বিএমদের রিফ্রের্সাস ট্রেনিং অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ০৫:৫৬ পিএম

ঝিনাইদহে আশার ব্রাঞ্চ ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার ও এগ্রি সদস্যদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কনফারেন্স রুমে প্রশিক্ষণের আয়োজন করা হয়। আশা ঝিনাইদহ জেলা ম্যানেজার হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন আশা ঢাকার রিসোর্স পার্সন ডেপুটি ডিরেক্টর (কৃষি) মোঃ গিয়াস উদ্দিন।

সেসময় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক মোঃ আজগর আলী, জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রশিক্ষণ অফিসার ডাঃ সুব্রত কুমার ব্যানার্জী,আরএম (এগ্রি) মোঃ আব্দুর রাজ্জাক। উল্লেখ্য, জেলার ৩৬ জন আশা ব্রাঞ্চ ম্যানেজার,আরএম ও এগ্রি সদস্যদের প্রশিক্ষণ গ্রহণ করে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: