দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন আর্জেন্টিনা ভক্ত

চলমান কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। এমনভাবে পরাজিত হওয়ায় হতাশ দলটির সমর্থকরা। নিজের প্রিয় দলের হারে ব্যথিত হয়ে অবাক কাণ্ড ঘটিয়েছেন এক আর্জেন্টাইন ভক্ত। তিনি এই শীতের রাতে দুধ দিয়ে গোসল করে আজীবন আর্জেন্টিনা সমর্থন না করার অঙ্গীকার করেছেন।
মঙ্গলবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে কুড়িগ্রাম পৌর শহরের সিঅ্যান্ডবি মোড় এলাকায় এ ঘটনা ঘটনা। দুধ দিয়ে গোসল করা আর্জেন্টিনা ভক্ত আসিফ (২৬) কুড়িগ্রাম শহরের চর কুড়িগ্রাম গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, আসিফ বিশ্বকাপ ফুটবল এলেই প্রিয় দলের প্রতি ভালোবাসায় বাড়িতে আর্জেন্টিনার পতাকা টানায়। প্রিয় দলের সমর্থকদের বিভিন্নভাবে উৎসাহ যোগাতেন। মঙ্গলবারও তার ব্যতিক্রম ছিল না, কাঙ্ক্ষিত দল জিতবে বলে আর্জেন্টিনার খেলা দেখতে প্রজেক্টরের সামনে বসে যান তিনি। তবে শেষ পর্যন্ত প্রিয় দল হেরে যায়। এ ঘটনায় আশাহত হয়ে সবার সামনে আর্জেন্টিনার প্রতি অনীহা প্রকাশ করে দুধ দিয়ে গোসল করে আজীবনের জন্য সমর্থন করবেন না বলে প্রতিজ্ঞা করেন আসিফ।
দল ত্যাগ করা সেই যুবক জানান, আমার বুদ্ধি হওয়ার পর থেকে আর্জেন্টিনার সাপোর্ট করে আসছি। মনে-প্রাণে আর্জেন্টিনাকে ভালোবাসি। তবে আমার বয়সে আর্জেন্টিনাকে বিশ্বকাপ ট্রফি নিতে দেখিনি। বড় দলের সাপোর্টার হয়েও প্রতিবারই লজ্জায় পড়েছি। তাই দুধ দিয়ে গোসল করে প্রতিজ্ঞা করেছি, যতদিন বেঁচে থাকবো আর কখনো আর্জেন্টিনা সাপোর্ট করবো না।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: