মেসি বিশ্বকাপ জিতলেও আমাদের কিছু যায় আসে না: মাশরাফি

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ০৮:০৮ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর নবম আসরের প্লেয়ার ড্রাফটে হাজির হয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সেখানে ড্রাফট শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। যেখানে বিপিএলে নিজের দল নিয়ে কথা বলেছেন। পাশাপাশি আর্জেন্টিনার বিশ্বকাপে প্রথম ম্যাচে হার নিয়েও নিজের মন্তব্য জানিয়েছেন।

টাইগার সাবেক অধিনায়ক মেসি ও আর্জেন্টিনার হার প্রসঙ্গে বলেন, ‘আর্জেন্টিনাকে নিয়ে খুব বড় কিছু আশা করি না। আর কাপ দিয়ে মেসিকেও বিচার করা যাবে না। মেসি অনেক বড় প্লেয়ার, মেসি বিশ্বকাপ জিতলেও কিছু না, না জিতলেও কিছু না; সমর্থন করি-দ্যাট সেট।

মাশরাফি বলেন, মেসি, রোনালদো অনেক বড় প্লেয়ার, শুধু বিশ্বকাপ দিয়ে বিচার করলে হবে না। তবে তাদের কাছে বিশ্বকাপ গেলে সেটা অন্য বিষয়। সারা বিশ্বে তাদের অনেক সমর্থক রয়েছে।

কাতার বিশ্বকাপের চলতি আসরে আর্জেন্টিনা, ব্রাজিলসহ বিশ্বের সেরা দলগুলোকে নিয়ে চলছে বিশ্ব শ্রেষ্ঠত্বের লড়াই। এশিয়ায় দ্বিতীয়বারের মতো মরুর দেশ কাতারে চলছে গ্রেটেস্ট শো অন আর্থ। ফুটবল মহারণের এ আসরে একমাসের লড়াই শেষে চ্যাম্পিয়ন পাবে ফুটবল ভক্তরা। তা-ই বিশ্বের কোটি ভক্ত-সমর্থকের চোখ এখন কাতার বিশ্বকাপে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: