শত্রুতার জেরে ঘরে আগুন, বসত ঘর পুড়ে ছাই

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ০৩:১৪ পিএম

লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জেরে পেট্রোল ঢেলে দিনমুজুর জাহাঙ্গীর আলম নামের এক ব্যাক্তির বসত ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ২৩ নভেম্বর দিবাগত রাত ১ টার দিকে সদর উপজেলার চর রমনী মোহন ইউপির ৪নং ওয়ার্ড খাগো বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম বাদী হয়ে পাশের ঘর এবং একই গ্রামের আবুল বাশার, বাবলু চৌকিদার, আবুল কালাম চৌকিদার, নিজাম মুন্সিসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর মডেল থানায় অভিযোগ দিয়েছে। জাহাঙ্গীর একই গ্রামের ফজলুল হকের ছেলে।

প্রর্তক্ষদর্শী এবং অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা পারিবারিক বিরোধের জেরে বিভিন্ন মামলা, আগুন ঘর পুড়িয়ে দেওয়া সহ প্রাণে হত্যার হুমকি দিতো। এমন কি বাবুল চৌকিদার ষড়যন্ত্র করে জাহাঙ্গীরের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যায়। ঘটনার দিন জাহাঙ্গীর চট্টগ্রাম ছিলো এই সুযোগে আবুল বাশার পেট্রোল ঢেলে ঘরে আগুন দেয়। আবুল বাশার দৌড়ে পালিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীরের বোন মুক্তা দেখতে পায়। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এসে আগুন নেভানোর আগেরই ঘরের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ইউপি সদস্য শাহজাহান বলেন, খবর পেয়ে আমি সকালে জাহাঙ্গীরের ঘর দেখতে গেছি। ঘরসহ সব পুড়ে ছাই হয়ে গেছে। বাশার, বাবুলদের সাথে তাদের পূর্ব শত্রুতা আছে।

লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোসলেহ উদ্দিন বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত পূর্বক আইনগত ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: