গলায় ওড়না পেঁচিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২, ১০:১৬ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক স্কুল ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। নিহতের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী শান্তা আক্তার (১৫)’র লাশ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত আটটার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শান্তা ওই ইউনিয়নের কুমুরিয়ার চর গ্রামে আশরাফ আলীর কন্যা।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, শান্তা সন্ধ্যার পর নিজ বাড়ির টয়লেটে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষনা করেন। নিহতের পরিবার ও এলাকাবাসি জানায় ওই স্কুলের ১০ম শ্রেনীর ছাত্র ইমরানের সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাছিনুর রহমান জানান, উদ্ধারকৃত লাশটি ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: