সন্তান কার কাছে থাকা নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া, দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যা

দিনাজপুরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জের ধরে সন্তান কার কাছে থাকবে এ নিয়ে বিরোধে নিজের দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যা করে পালিয়েছে বাবা। শুক্রবার সকাল ৯টায় দিনাজপুরের বিরল উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ঘর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত শিশুরা হলো রিমন (০৭) ও ইমরান (০৩)। তারা বিরল উপজেলার শংকরপুর ঘোড়াপীর গ্রামের শরিফুল ইসলাম (৩৫) ছেলে।
নিহত শিশু গুলির দাদা রফিকুল ইসলাম জানান, কিছুদিন ধরে তাদের ছেলে শরিফুল ইসলামের সঙ্গে তার স্ত্রী উম্মে কুলসুমের পারিবারিক বিরোধ চলে আসছিল। গত তিন মাস আগে শিশু দুটির মা উম্মে কুলসুম স্বামী সন্তানদের রেখে ঢাকায় চলে যায়। সেখানে সে একটি গার্মেন্টসে চাকুরি নেয়। এরপর থেকে প্রায় সন্তানদের কে দেখবে এবং কার কাছে থাকবে এ নিয়ে মোবাইলে ছেলে ও তাদের বউমার মধ্যে ঝগড়া বিবাদ হত। গত ১০ থেকে ১৫ দিন আগে শরিফুল ইসলাম তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ঢাকায় যায়। সেখানে তার স্ত্রী তাকে তালাক নামার কাগজ হাতে ধরিয়ে দেয়। ফিরে এসে শরিফুল ইসলাম বৃহস্পতিবার রাতে কোন এক সময় সন্তানদেরকে বিষ খাইয়ে হত্যা করে।
নিহত শিশু গুলির দাদি ওছিরন বেগম জানান, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া নিয়ে বউ মা উম্মে কুলসুম ঢাকায় চলে যায়। সেই থেকে সে তার দুই সন্তানকে তার নিজের কাছে রাখতে চায়। কিন্তু আমার চেলে এক সন্তানকে তার স্ত্রীর কাছে দিতে চায়। এ নিয়ে প্রায় মোবাইলে ঝগড়া করত তারা। বৃহস্পতিবার রাতে শরিফুল ইসলাম ও তার দুই ছেলে রিমন ও ইমরানকে বসে ভাত খাওয়াই।
এরপর তারা তাদের শোয়ার ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে বাবা ও দুই ছেলেকে তাদের ঘরে না পেয়ে সবাই মিলে আশপাশে খোজাখুজি শুরু করি। শুক্রবার সকাল ৮টার দিকে আমার ছেলে শরিফুল ইসলাম আমাকে ফোন করে জানায়,সে তার সন্তানদের বিষ খাইয়ে হত্যা করেছে। লাশ ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ঘরে ফেলে রেখেছে। আমি ও তাদের দাদা এবং পরিবারে লোকজন এসে সেন্ডেল দেখতে পেয়ে সিমেন্টের খালি বস্তা সরিয়ে দুই নাতির মরদেহ দেখতে পাই।
এ সময় তিনি আহাজারি করতে করতে বলেন, আমি ও তাদের দাদা বলেছিলাম তোমরা কে কথায় যাবা যাও, আমরা তাদেরকে মানুষ করব। এ কেমন সন্তান আমি পেটে ধরেছিলাম যে সে তার সন্তানদের হত্যা করে। এখন হয়েছে তো সন্তানদের কার কাছে রাখবে এনিয়ে যত পার ঝগড়া কর। আর কাউকে কার কাছে সন্তানদের রাখতে হবেনা। কেউ বলবেওনা তোমরা কেন এমন করছো।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে একটি পরিত্যক্ত ঘরে দুই শিশুর মরদেহ পাওয়া যায়। ঘরটির বাইরে একটি বিষের বোতল পাওয়া যায়। নিহত দুই শিশুর মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কখন কি ভাবে শিশু দুটিকে হত্যা করা হয়েছে আমরা এখন নিশ্চিত নই।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আসলাম উদ্দিন বলেন, পারিবারিক বিরোধের কারণেই দুই শিশুকে হত্যা করা হয়েছে। নিহত দুই শিশুর মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ হয়েছে। নিহতদের বাবার খোঁজ করা হচ্ছে। এছাড়াও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হবে। এব্যাপারে একটি মামলা দায়ের করা হবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: