ইবি প্রকৌশলী টুটুলের অডিও ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

আবু হুরাইরা, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলিমুজ্জামান টুটুলের আপত্তিকর ফোনালাপ ফাঁসের ঘটনা ঘটেছে। পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম এ কমিটি গঠন করেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
তিন সদস্যের কমিটিতে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল ইসলামকে আহ্বায়ক, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমানকে সদস্য এবং একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার আলীবদ্দীন খানকে সদস্য সচিব করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলিমুজ্জামান টুটুলের আপত্তিকর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিশ্ববিবিদ্যালয়ের সুনাম বিনষ্ট হয়েছে বলে শিক্ষার্থীরা লিখিত অভিযোগে উল্লেখ করেছেন। এ ধরণের নৈতিক স্থলনে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবিও করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য উপাচার্য এ কমিটি গঠন করেছেন।
কমিটির সদস্য অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, বিষয়টি নিয়ে আমরা কাজ শুরু করেছি। ইতোমধ্যেই একটি মিটিং করা হয়েছে। কমিটি দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ছাত্রীর সঙ্গে ওই প্রকৌশলীর ফোনালাপের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ১৯ অক্টোবর একদল শিক্ষার্থী অভিযুক্ত প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রকৌশলীকে অবরুদ্ধ ও অফিস ভাঙচুর করে বিক্ষোভ করেন। পরে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করে।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: