বড়শিতে ধরা ২০ কেজির বোয়াল, ২৫ হাজারে বিক্রি

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২, ০৮:৪০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী থেকে ২০ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। আজ শুক্রবার (২৫ নভেম্বর) বিকালে শেখ হাসিনা সেতুর নিচে মাছ ব্যবসায়ী আব্দুল মতিনের বড়শিতে এই মাছটি ধরা পড়ে। পরে মাছটি ২৫ হাজার টাকায় বিক্রি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মতিন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রাজরামপুর এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী। আব্দুল মতিন বলেন, ‘প্রতিদিনের মতো আজও মহানন্দায় মাছ ধরতে গিয়েছিলাম। বড়শি ফেলার সঙ্গে সঙ্গে মাছটি আটকে যায়। এটি ডাঙায় তুলতে প্রায় আধঘণ্টা কসরত করতে হয়েছে। এমনকি আমার হাতের আঙ্গুলে চোটও লেগেছে।’

তিনি আরও জানান, ‘বিশাল মাছটি রাজরামপুর এলাকায় নিয়ে আসলে আবু বক্কর নামের স্থানীয় এক বাসিন্দা মাছটি কিনে নেন। প্রথমে ৩৫ হাজার টাকা দাম হাঁকা হলেও পরে ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়।’ আবু বক্কর বলেন, ‘২৫ হাজার টাকায় ২০ কেজি ওজনের একটি বোয়াল কিনেছে। মাছটি আমি একা নয়, এলাকাবাসীকে নিয়েই খাব।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: