বিয়ে বাড়িতে চা পান, হাসপাতালে ভর্তি ১০ জন

লালমনিরহাটের পাটগ্রামে বিয়ের অনুষ্ঠানে কীটনাশক মেশানো চা পান করে অন্তত ১০ জন অসুস্থ হয়েছেন। গতকাল শুক্রবার (২৫ নভেম্বর) রাত ৯টায় উপজেলার শ্রীরামপুরে মো. রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
বর্তমানে অসুস্থদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে সেখান থেকে পাঁচজনকে রংপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলামের মেয়ের বিয়ে অনুষ্ঠান ছিল শুক্রবার রাতে। বরপক্ষের লোকদের জন্য মেয়ের বাড়ির লোকজন চায়ের আয়োজন করে। কনের ফুফু চা তৈরি করতে রান্না ঘরে যান। তিনি ভুলবশত চা পাতা ভেবে দানাদার কীটনাশক মিশিয়ে চা তৈরি করেন। ওই চা পান করে ১০ জন অসুস্থ হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অসুস্থদের শরীরে বিষক্রিয়ার লক্ষণ স্পষ্ট। পাঁচ রোগীকে রংপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
রেজানুল/সা.এ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য: