সরকার যেখানে ভালো মনে করে সেখানেই অনুমতি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২, ০২:৩৬ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার বাধ্য হয়ে বিএনপিকে কোথাও জনসমাগম করতে দেবে না। সরকার যেখানে উপযুক্ত মনে করবে সেখানে জমায়েতের অনুমতি দেবে। শনিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত দ্বিতীয় শেখ কামাল সার্ক স্নোকার চ্যাম্পিয়নশিপ-২০২২-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বড় সমাবেশ সম্ভব নয়, সোহরাওয়ার্দী উদ্যানের স্থান চেয়েছে বিএনপি। ডিএমপি কমিশনার সোহরাওয়ার্দী উদ্যানকে উপযুক্ত মনে করেছেন, তাই তাদেরকে সেখানেই সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের কিছু দলীয় প্রোগ্রাম আছে, সেগুলো শেষ হয়ে যাবে। এরপর বিএনপি যেখানে চেয়েছে সমাবেশ করতে পারবে।

এ সময় এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আনসার আল-ইসলামের সামরিক শাখার প্রধান ও একাধিক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মেজর (বহিষ্কৃত) জিয়া কৌশলে আত্মগোপন করছেন, তাই তাকে ধরা হচ্ছে না। দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট শিগগিরই পাওয়া যাবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: