ঔষুধ ও ভেজাল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে ভোক্তার অধিকার রক্ষায় সোচ্চার ক্যাব

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২, ০৫:৪১ পিএম

মোঃ রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল থেকে: টাঙ্গাইলে ঔষুধ ও ভেজাল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে ভোক্তার অধিকার রক্ষায় সোচ্চার কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ। সাধারণ গ্রন্থাগারে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা শাখার সভাপতি মন্জু রানী প্রমানিকের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ এর সদস্য খ.নাজিমুদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল। এডভোকেট আলরুহী, তরুণ ইউসুফ, রওশন, মিজানুর রহমান, রাশেদ খান মেনন, আলমগীর, শামীম'সহ অনেকের বক্তব্যে ঔষুধসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ও ভেজাল খাবারের প্রতিবাদে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: