২০২৪ সালের নির্বাচনে কোনো তামশা হবে না: রুমিন ফারহানা

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২, ০৬:২১ পিএম

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি বলেছেন, গত ১৫ বছর আমরা বীভৎস সময় পার করছি। আমরা ভোট দিতে পারি নাই, কথা বলতে পারি নাই। অসংখ্য নেতাকর্মী হারিয়েছি। অনেককে গুম করা হয়েছে। কিন্তু আর না, পরিস্কার বলে দিতে চাই, দেশের যেখানেই গণসমাবেশ হয়েছে, সেখানেই জনসমুদ্রে পরিণত হয়েছে। আপনারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন, এটা ভালোবাসা। বিএনপির প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা। এ ভালোবাসা বন্দুকের নল দিয়ে আটকে আটকে রাখা যায় না।

তিনি বলেন, বিএনপি ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকে, বিএনপি খারাপ থাকলে দেশ খারাপ থাকে। কিন্তু সামনে আমি আলো দেখছি। মানুষ আর এ সরকারকে চায় না, তাই শত প্রতিবন্ধকতা দিয়ে জনস্রোত ঠেকা যায় না।

শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচনের নামে ২০১৪ সালে তামাশা করেছেন,’ ১৮ সালে তামাশা করেছেন। কিন্তু ২০২৪ সালের নির্বাচনে কোনো তামশা হবে না। আমরা নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করবো। এই মুহূর্তে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। এদেশে ইভিএমে কোনো ভোট হবে না। ভোট হবে ব্যালটে। সারা পৃথিবীতে ব্যালটে হয়। ইভিএমে ভোট আমরা দেবো না।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজের দেশের মানুষের উপর, ভাইদের উপর বন্দুক তাক করবেন না। র‌্যাবের উপর স্যাংশন আসছে। আপনারা সে পথে এগিয়েন না।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থাযী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু, সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াসহ কুমিল্লা সাংগঠনিক বিভাগের শীর্ষ নেতৃবৃন্দ। গণসমাবেশ পরিচালনা করেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: