৪৮ টি সুন্ধি কচ্ছপ পাচারের সময় উদ্ধার, খালে অবমুক্ত

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২, ০৬:৩৬ পিএম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পাচারের সময় ৪৮টি সুন্ধি কচ্ছপ উদ্ধার করে খালে অবমুক্ত করেছেন এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। আজ শনিবার (২৬ নভেম্বর) শনিবার সকালে পটুয়াখালীর চৌরাস্তায় একটি বাস থেকে বস্তাবন্দি অবস্থায় এসব কচ্ছপ উদ্ধার করা হয়। দুপুরে পটুয়াখালী সদর উপজেলার বহালগাছিয়া খালে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম সহ এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান বলেন, একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছি এবং একটি বস্তায় ৪৮ টি সুন্ধি কচ্ছপ উদ্ধার করা হয়। তবে এসময় কচ্ছপ বহনকারী কাউকেই শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন বনবিভাগ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: