আরপিও সংশোধনে অনন্তকাল ধরে পারসিউ করতে পারবো না : সিইসি

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২, ০৫:০৯ পিএম

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান সংশোধনের বিষয় নিয়ে নির্বাচন কমিশনার(সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন,আমরাও তো অনন্তকাল ধরে একটা ম্যাটার (বিষয়) পারসিউ করতে পারবো না। এ জন্য আমরা বিষয়টা শেষ করে দিতে চাই। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার এ ইচ্ছার কথা জানান।

কাজী হাবিবুল আউয়াল বলেন,' আমরাও তো অনন্তকাল ধরে একটা ম্যাটার (বিষয়) পারসিউ করতে পারবো না। এ জন্য আমরা বিষয়টা শেষ করে দিতে চাই। ঠিক আছে। যদি আর কোনো রেসপন্স না হয় আমরা অন্য কাজে কন্সাট্রেন্ট করবো। এ বিষয়টা নিয়ে হয়তো আমাদেরকে আর পারসিউ করতে হবে না। '

তিনি বলেন,'যেহেতু সময় বেধে দিয়েছি।আমাদের প্রত্যাশা ওই সময়ের মধ্যেই তারা রেসপন্স নিশ্চয়ই করবেন। সরকারের বিভিন্ন ব্যস্ততা থাকে। ব্যস্ততার কারণে তারা সময় করে উঠতে পারে নাই।'

এই চিঠির পর আর অনুরোধ করা হবে না জানিয়ে হাবিবুল আউয়াল বলেন,' ওই তারিখটা ( ১৫ ডিসেম্বর) আসুক এরপরে যদি আমরা মনে করি যে, কি করতে হবে। কমিশন বসে তখন একটা সিদ্ধান্ত নিবো। এটা কি খুব গুরুত্বপূর্ণ কি না? কতটুকু গুরুত্বপূর্ণ। তখন আমরা সেটা বিবেচনা করে দেখবো। '

গুরুত্বপূর্ণ ছিল বলেই নির্বাচনী আইনে সংস্কার এমন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন,'সব কিছুই তো খুবই গুরুত্বপূর্ণ তা না। সবকিছুই যে সব সময় এড্রেস হবে তা তো না। সরকারের নিশ্চয়ই একটা বক্তব্য আছে৷ সেটা থাকবে। আমরা যেটা প্রত্যাশা করেছি, সরকারের ওই যুক্তি থাকতে পারে। এটার প্রয়োজন নাই। এটা অলরেডি এড্রেস আছে কোথাও। যদি এড্রেস হয়ে থাকে সেটাও যসি আমরা জানতে পারি আমাদের আর পারসিউ করার প্র‍য়োজন পড়ে না। '

সরকারের রেসপন্সটা এ বিষয়ে কী সেটা জানতে চেয়েছিলাম জানিয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন,'তাদেরও তো একটা যুক্তি থাকতে পারে এই প্রস্তাব নিয়ে কারণ অথরিটি তারা। আইন প্রণয়ণের অথরিটি সরকার এবং পার্লামেন্ট। '

সরকার এবং পার্লামেন্ট তাদের প্রজ্ঞা ব্যবহার করবে জানিয়ে তিনি বলেন,' তারা যদি মনে করেন না। পর্যাপ্ত আইন রয়ে গেছে। এবিষয়ে করনীয় কিছু নেই। সেইটুকু আমাদের জানিয়ে দিলে আমরা বিবেচনা করতাম। '

আইন সংশোধ না হলে ভোট প্রত্যাশা অনুযায়ী হবে কি না জানতে চাইলে তিনি বলেন,'সে বিষয়ে কোনো মন্তব্য করবো না। আমি পর্যাপ্ত বলেছি। '

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: