কুমিল্লা শিক্ষাবোর্ডে ছেলেরা এগিয়ে

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২, ০৪:০১ পিএম

চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডে পাশের হার ৯১ দশমিক ২৮ শতাংশ। এদের মধ্যে ছেলেদের পাশের ৯১ দশমিক ৫৬ শতাংশ। মেয়েদের পাশের হার ৯১ দশমিক ৬ শতাংশ। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এবার জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ৯৯৮ জন। ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৮৭৭ জন আর মেয়েরা পেয়েছে ১২ হাজার ১২১জন।
তিনি জানান, এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার ১৭৬৬ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক লাখ ৬৮ হাজার ৭৭৫ পরীক্ষার্থী অংশ নেয়।

এরমধ্যে ছাত্র ৮০ হাজার ৮১০ এবং ছাত্রী এক লাখ ৫ হাজার ৯৬৫ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এক লাখ ৭০ হাজার ৪৮০ শিক্ষার্থী। এরমধ্যে ৭৩ হাজার ৯৯৩ ছাত্র ও ৯৬ হাজার ৪৯১ ছাত্রী।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: