সিরাজগঞ্জের জেলা পরিষদের যাত্রা শুরু

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২, ০৬:০৪ পিএম

সিরাজগঞ্জ জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস এর নেতৃর্তে নব নির্বাচিত পরিষদ সদস্যদের দায়িত্ব গ্রহন ও সংবোর্ধনা প্রদান করা হয়। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকতার্ কামরুনাহার, মোঃ মুকুল হোসেন, কেএম সেলিনা পারভীন, সুরজিৎ মজুমদার, আব্দুর মান্নান সহ জেলা পরিষদের কর্মকর্তা বৃন্দ।

সোমবার (২৮ নভেম্বর) সকাল ১১ টায় দায়িত্ব গ্রহন শেষে জেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদক এবং নির্বাচিত সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু ভাস্কার্যে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, জাতীয় ৪ নেতা সহ সকল শহীদের প্রতি সন্মান জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। নির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এ সময় জেলা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে সুন্দর এবং সুষ্ঠ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু বিএনপি জামাতকে সঙ্গে নিয়ে নির্বাচন ইসুকে কেন্দ্র করে দেশে হঠকারিতার সৃষ্টি পায়তারা করে চলেছে। তাদের এই হীনকার্য্য কোন দিনই এদেশের শান্তি প্রিয় মানুষ বাংলার মাটিতে কোনদিনই প্রতিষ্ঠিত হতে দেবে না।

জেলা পরিষদ চেয়ারম্যন আব্দুল লাতিফ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীব মুক্তিযোদ্ধা এ্যাড.কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সাবেক এমপি শফিকুল ইসলাম শফি, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যাক্ষ আজাদুর রহমান আজাদ, সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না, বিভিন্ন উপজেলা থেকে আগত আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।

উল্লেখ্য, গত (১৭ অক্টোবর) সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোন প্রতিদন্দি না থাকায়। দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামীলীগ মনোনিত প্রার্থীরা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: