জয়পুরহাটে মাদক দ্রব্য নিয়ন্ত্রনে সভা

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২, ০৭:৫৫ পিএম

সকল মাদক গ্রহনেই স্বাস্থের দ্রুত ক্ষতি হয় এবং মাদকাশক্তির পরিনতি অকাল মৃত্যু। তাই জীবনকে ভালবাসুন মাদকদ্রব্য থেকে দুরে থাকুন”। জয়পুরহাটে ‘মাদক নিয়ন্ত্রনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন’ শীর্ষক সভায় বক্তারা এসব কথা বলেন।

সোমবার দুপুরে স্থানীয় কমিউনিটি সেন্টারে সভায় সভাপতিত্ব করেন, মাল্টিপার্টি এডভোকেসী ফোরামের সভাপতি খ ম আব্দুর রহমান রনি। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ সামছুল হক, জেলা জাতিয় পার্টির সভাপতি হেলাল উদ্দীন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন ও মাছুদ রানা প্রধান, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শাম্মীম আজিজ সাজ, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক জাহেদা কামাল, ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের রাজশাহী রিজিওনাল ম্যানেজার আসমা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে ইমাম, পুরোহিত, শিক্ষার্থী ও মাদক নিরাময় কেন্দ্রের কর্মকর্তারা অংশ গ্রহন করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: