এক স্কুলে পরীক্ষার্থী দুজন, পাস করলো না কেউই

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ১২:১৮ এএম

নীলফামারীর ডিমলা উপজেলায় পশ্চিম খড়িবাড়ী আছিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থীই পাস করেনি। সোমবার (২৮ নভেম্বর) চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে কোনো শিক্ষার্থী পাস না করা ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় ওই প্রতিষ্ঠানের নাম পাওয়া গেছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন করে চারজন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে দুইজন। বাকি দুইজনের বিয়ে হওয়ায় তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। তবে পরীক্ষায় অংশ নেওয়া দুইজনই ফেল করেছে। এদিকে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ার কারণের শিক্ষকদের অবহেলায় থমকে গেছে পড়ালেখার মান। এছাড়াও অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটিতে শিক্ষা কর্মকর্তাদের নেই কোনো তদারকি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সায়ীম জানান, আমার প্রতিষ্ঠান থেকে এবারেই প্রথম মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। চারজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিল। এর মধ্যে দুইজনের বিয়ে হয়ে গেছে। আর দুইজন পরীক্ষায় অংশগ্রহণ করলেও তারা পাস করতে পারেনি। এই দুইজনের মধ্যে একজন প্রতিবন্ধী, অপরজনেরও বিয়ে হয়ে গেছে। তাদের ওপর আর কীভাবে চাপ প্রয়োগ করে পাস করাবো। যেহেতু এ বছর প্রথম, আগামী বছর আমার স্কুল ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ।

উপজেলা শিক্ষা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তারা হয়তো শিক্ষার্থীদের পড়ায়নি তাই পাস করতে পারেনি। ওখানে এমপিও নাই, বিলও নাই। ওখানে আমরা আর কি বলবো। জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। খোঁজ নিয়ে জানাবো।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: