বঙ্গবন্ধু সাফারি পার্কের হাতি সৈকত বাহাদুরের মৃত্যু

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ১২:৫৬ পিএম

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে মারা গেছে একটি পুরুষ হাতি। প্রায় ৩২ বছর বয়সী ওই হাতির নাম রাখা হয়েছিল সৈকত বাহাদুর। সোমবার (২৮ নভেম্বর) বিকেলে হাতিটি মারা যায়। রাতেই ময়নাতদন্ত শেষে হাতিটিকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৪টার দিকে খাবার গ্রহণের পর মাটিতে ঢলে পড়ে সৈকত বাহাদুর। চিকিৎসকেরা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান হাতিটি মারা গেছে। চিকিৎসকেরা জানান, হৃৎক্রিয়া বন্ধ হয়ে হাতিটি মারা গেছে।

হাতির লালন-পালন করা মাহুত মোহাম্মদ ফারুক হোসেন বলেন, সৈকত বাহাদুরকে প্রতিদিনের মতো সোমবার বিকেলে চারটি কলাগাছ ও চারটি মিষ্টিকুমড়া খেতে দেওয়া হয়। স্বাভাবিক আহার গ্রহণের পর পানি পান করে হঠাৎ মাটিতে ঢলে পড়ে। প্রথমে মনে করেছিলাম, হাতিটি খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিল। মিনিট খানেক পর দেখি মাথাও মাটিতে লুটিয়ে পড়ে। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলে দ্রুত পার্কের ভেটেরিনারি চিকিৎসক দেখে মৃত্যু নিশ্চিত করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: