নন্দীগ্রামে দপ্তরীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করেছেন প্রধান শিক্ষক

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ০৬:১৬ পিএম

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার নামুইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ্য প্রহরী মোঃ উজ্জ্বলের বিরুদ্ধে ঔদ্ধোত্ত পূর্ণ আচারন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার করার অভিযোগ করেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা খাতুন মিরা। নন্দীগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বরাবর আবেদনে প্রধান শিক্ষক শাহানারা খাতুন মিরা উল্লেখ্য করেন, উজ্জ্বল প্রায়ই তার সাথে ঔদ্ধোত্ত পূর্ণ আচারন করে। বিদ্যালয়ের সভাপতি, ছাত্র-ছাত্রী ও গ্রামের মানুষদের কাছে আমার সম্পর্কে মিথ্যা কথা বলে আমার ভাবমুর্তি নষ্ট করছে।

সে নিয়মিত মাদকদ্রব্য সেবন করে। রাতে বিদ্যালয়ের রুমে লোকজন নিয়ে তাস খেলে। আমার কোন কথাই সে শুনেনা। এতে করে আমি গ্রামের লোকজনের কাছে হেয় প্রতিপন্ন হই।

অভিযোগ বিষয়ে উজ্জ্বল বলেন, ম্যাডাম হয়তো আমাকে সন্দেহ করে অভিযোগ করেছে। এসকল অভিযোগ মিথ্যা। তদন্ত হক। দেখি কি হয়।

নন্দীগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম বলেন, নামুইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা খাতুন মিরা দপ্তরী কাম নৈশ্য প্রহরী মোঃ উজ্জ্বলের বিরুদ্ধে একাটি অভিযোগ করেছে। অভিযোগটি তদন্তধীন রয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: