ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২, ০৩:১৬ পিএম

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে: দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় পৌরসভা সভাকক্ষে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

শহর সমন্বয় কমির সভায় পৌর মেয়র মাহমুদ আলম লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন এলজিইডির উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান সরদার, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী, পৌর নিবাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, শহর সমন্বয় কমিটির সদস্য উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম ডাবলু, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম, এ্যাডভোকেট শাহাজাহান আলী, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী ও হারান দত্ত, পৌর কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, সৈয়দ সামিউল ইসলাম সোহেল, আতাউর রহমান, প্রমুখ। এসময় শহর সমন্বয় কমিটির সদস্য বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: