প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত

একাদশে চার পরিবর্তন নিয়ে নামলো আর্জেন্টিনা

   
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, ১ ডিসেম্বর ২০২২

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য ডু অর ডাই ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে কাতার বিশ্বকাপ শুরুর পরের ম্যাচে মেক্সিকোকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় লিওনেল মেসির দল। আজ নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জয় পেলেই আলবিসেলেস্তেরাদের নিশ্চিত হবে শেষ ষোলোর টিকিট। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে কোচ লিওনেল স্ক্যালোনি আর্জেন্টিনা একাদশে চারটি পরিবর্তন এনেছেন।

আগের ম্যাচে দ্বিতীয়ার্ধে গোল পাওয়া এনজো ফার্নান্দেজ এবার শুরুতেই দলের হয়ে নামছেন। অপরদিকে বড় চমকে দেওয়ার মতো সিদ্ধান্ত এসেছে আর্জেন্টাইন বসের পক্ষ থেকে। ফরোয়ার্ড লাউতারো মার্তিনেসকে শুরুর একাদশে রাখেন নি তিনি। তার বদলে জুলিয়ান আলভারেজ দলে জায়গা নামছেন।

গনসালো মন্তিয়েল, লিসান্দ্রো মার্তিনেস ও গুইদো রদ্রিগেসের জায়গায় সুযোগ পেয়েছেন নাহুয়েল মোলিনা , ক্রিশ্চিয়ান রোমেরো ও এনজো ফার্নান্দেজ।

আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা ,নিকোলাস ওটামেন্ডি , ক্রিশ্চিয়ান রোমেরো , মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার আনহেল ডি মারিয়া, জুলিয়ান আলভারেজ এবং লিওনেল মেসি।

না.হাসান/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: