রাজধানীসহ সারাদেশের কমছে তাপমাত্রা

প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২২, ১২:২৫ পিএম

রাজধানীসহ সারাদেশে কমছে তাপমাত্রা। গত এক সপ্তাহের ব্যবধানে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমেছে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে। যার ধারাবাহিকতা অব্যাহত থাকবে আগামী দুইদিন পর্যন্ত।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের তাপমাত্রা আরও কমবে। আবহাওয়া থাকবে শুষ্ক। তবে ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া আগামী তিনদিনের মধ্যে দেশের আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও জানা যায়, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। উত্তরের হিমেল হাওয়ার কারণে জেলায় ক্রমান্বয়ে বাড়ছে শীতের তীব্রতা। দিনে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ‍্যা নামতেই সেই তাপমাত্রা প্রায় অর্ধেকে নেমে আসছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, গত কয়েকদিনে জেলায় গড়ে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা ওঠানামা করেছে। বৃহস্পতিবার সকাল ৯টায় তেতুঁলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: