মানিকগঞ্জে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে নবজাতক এক শিশুর মরাদেহ উদ্ধার করেছেন পুলিশ। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে পৌর বহুমুখী আদর্শ কাঁচা বাজারের সামনের শহীদ শরণী সড়কের মাঝ খান থেকে অজ্ঞাত এই শিশুর লাশ উদ্ধার করেন পুলিশ। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার এই বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী কাঁচা বাজারের ব্যবসায়ী আবুল কালাম আজাদ বলেন, আমার দোকানের সামনে রাস্তার মাঝ খানে লাল কাপড় দিয়ে পেছানো ছিল শিশুটি। আমরা দেখে বুঝতে পারিনাই। মনে করেছিলাম কেউ কাপড় দিয়ে পেছিয়ে বাসার আবজনা ফেলে রেখে গেছেন।
রাস্তায় চলাচল গাড়ির চাকায় পৃষ্ট হয়ে যখন কাপড় থেকে রক্ত ও শরীলের অংশ বেড়িয়ে আসে তখন আশে পাশের লোক জন সহ আমি এগিয়ে এসে দেখি গাড়ির চাকায় পৃষ্ট হয়ে পরে রয়েছে শিশুর মরাদেহ। পরে পুলিশ এসে মরাদেহটি নিয়ে যায়।
ওসি আব্দুর রউফ সরকার বলেন, অজ্ঞাত শিশুটির মরাদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রকরীয়াধীন।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: