ভালুকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অপেন হাউস ডে পালিত

প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২২, ০৭:২৩ পিএম

ময়মনসিংহের ভালুকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলার হবিরবাড়ীর ক্রাউন ওয়্যারস প্রাইভেট লিমিটেডে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ এর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন, কোম্পানির সিনিয়র অফিসার জায়ন্তা ইপিটাওয়াল সিও আসাদ, প্রডাকশন ডিরেক্টর সি. অরুনা, ডেপুটি ডিরেক্টর সি. জাকারিয়া সোহেল। পুলিশ পরিদর্শক মোঃ তাজুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কোম্পানির এজিএম মোহাম্মদ নাঈম আহম্মেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মেঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী সাইদুর রহমান, ব্যবস্থাপক এডমিন মোহাম্মদ কাইয়ুম প্রমুখ।

আশরাফুল আলম সুমনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে কারখানার প্রতি শ্রমিক মালিকের ভালোবাসাসহ সচেতনতামূলক নানা পরামর্শ এবং যে কোনো সমস্যা হলে পুলিশকে অবহিত করতে পরামর্শ দেন বক্তারা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: