ইবিতে প্রাণ ঝরলো নির্মাণ শ্রমিকের, শিক্ষার্থীদের বিক্ষোভ

আবু হুরাইরা, ইবি থেকে: ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাইলিংয়ের পিলারের আঘাতে এক নির্মাণ শ্রমিক নিহত হন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় নির্মাণাধীন ২য় প্রশাসন ভবনে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা আবদুস সালাম সেলিম বিষয়টি নিশ্চিত করেন। প্রতিবাদে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
নিহত শ্রমিকের নাম ওবায়দুর রহমান (৪০)। তার বাড়ি পাবনা জেলার ইশ্বরদী উপজেলার রূপপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মেগা প্রকল্পের আওতাধীন ২য় প্রশাসন ভবনের কাজ চলছে। পাইলিংয়ের কাজ করার সময় যন্ত্রাংশ দিয়ে পিলারের অবশিষ্টাংশ কাটার সময় পিলারের বড় একটা অংশ তার শরীরের ওপর পড়ে। এতে গুরুত্বর আহত হলে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে কুষ্টিয়া মেডিক্যালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
পরে রাত ৮ টার দিকে সংক্ষুব্ধ কিছু শিক্ষার্থী নিরাপত্তা নিশ্চিত, শ্রমিকদের ড্রেসকোডসহ কয়েকদফা দাবি পেশ করেন। তাৎক্ষণিক সহকারী প্রক্টর অধ্যাপক ড. শফিকুল ইসলাম, অধ্যাপক ড. মোর্শেদ আলম, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে শুক্রবার বিকাল ৩ টায় প্রধান প্রকৌশলী ও সব সাইটের প্রধানদের নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনের কথা বললে রাত ১০ টায় তারা আন্দোলন স্থগিত করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার শোনার পর তাকে উন্নত চিকিৎসা দেওয়ার কথা বলেছিলাম। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কিভাবে ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখা হবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: