উচ্ছেদ ও ধ্বংস করে আন্দোলন দমন করা যাবে না: উষাতন তালুকদার

প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২২, ০৪:৪৬ পিএম

রাঙ্গামাটি আসনের সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ঊষাতন তালুকদার বলেছেন, উচ্ছেদ ও ধ্বংস করে পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের আন্দোলন দমন করা যাবে না। এমএন লারমা তাদের শিখিয়ে গিয়েছেন, কিভাবে সংগ্রাম করে বেচেঁ থাকতে হবে। আর যারা লড়াই করতে শিখেছে তাদের পরাজিত করা সম্ভব নয়। শুক্রবার (২ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি শহরের জিমনেশিয়াম মাঠে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৫ বছর উপলক্ষে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঊষাতন তালুকদার বলেন, আজ পার্বত্য চুক্তির ২৫ বছর। এত বছরেও চুক্তি বাস্তবায়ন না হওয়ায় মানুষের মাঝে অধৈর্য এসে গেছে। পার্বত্য এ সমস্যাকে রাজনৈতিক সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ সমস্যার সমাধান রাজনৈতিক ভাবে এবং শান্তিপূর্ণ ভাবে করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে রাজনীতির ভাবে সমাধানের পরিবর্তে বল ও শক্তি প্রয়োগের মাধ্যমে সমাধানের রাস্তা খোজাঁ হচ্ছে।

তিনি আরো বলেন, এদেশের মুক্তি সংগ্রামে পাহাড়িরাও যোগ দিয়েছে এবং রক্ত জড়িয়েছে। আমাদের রক্তেও এদেশ স্বাধীন হয়েছে। আমরা বুঝিনা যারা ক্ষমতায় যায় তারা মনে করেন এ গদি যেন বাপ দাদার সম্পত্তি। বর্তমান সরকারের অনেকেই মনে করে থাকেন এই যেন আজীবনের জন্য পেয়ে গেছেন। দেশের সংখ্যালঘু মানুষ যদি আওয়ামী লীগকে ভোট না দেয়, তাহলে তারা ক্ষমতায় যেতে পারবে না। তবে রাতের অন্ধকারে করা হলে সেটা আলাদা। রাতের অন্ধকারে না করে যদি দিনেদুপুরে করেন, তাহলে ক্ষমতায় যাওয়া যাবে না আপনারা ভালো ভাবেই উপলব্ধি করবেন।

তিনি বলেন, চুক্তির ৭২টি ধারা থেকে ৪৮টি ধারা বাস্তবায়িত হয়েছে। এ কথা বলতেছেন কত বছর হয়েছে? এর মধ্যে বাড়েও নাই কমেও নাই। শুধু ৪৮টিতে রয়েছে। কি বাস্তবায়ন করলেন? লিখিতভাবে চুক্তি করছেন ওয়াদা করেছেন এ চুক্তি বাস্তবায়ন করবেন। কিন্তু বাস্তবায়ন করতে গিয়ে আপনারা কি করতেছেন? আপনারা সমাধানে বিশস্ত নয় এখন আপনারা অন্য উপায়ে যেতে চাচ্ছেন।

এসময় গণসমাবেশে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি ডা. গঙ্গামানিক চাকমার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল সভাপতি শ্রী প্রকৃতি রঞ্জন চাকমা, এম.এন লারমা মেমোরিয়েল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি ড. ভবতোষ দেওয়ান, বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মাসুম, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙ্গামাটি জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অরুন ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শান্তিদেবী তঞ্চঙ্গ্যা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন মারমা পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি অমিতাভ তঞ্চঙ্গ্যা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রীমতি মনি চাকমা প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: