শ্বশুরবাড়ির লোকজনদের মাছ দিয়ে আপ্যায়ন করায় বর-কনের আত্মহত্যা

বগুড়ার শেরপুর উপজেলায় বিষপান করে গত বৃহস্পতিবার দুপুরে কলেজছাত্রী চৈতী বিশ্বাস (২২) ও যুবক মামুন (২৩) আহত্মহত্যা করেছে। এ ঘটনায় শেরপুর থানায় দুটি পৃথক ইউডি মামলা দায়ের হয়েছে।
জানা যায়, উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের গাড়ই দক্ষিণপাড়া গ্রামের ইয়াসিন প্রামানিকের ছেলে মামুন। কয়েক মাস পুর্বে বিয়ে করেন। গত ১ ডিসেম্বর বৃহস্পতিবার শশুরবাড়ি থেকে স্ত্রীর স্বজনরা জামাই বাড়িতে বেড়াতে আসে।
ওই দিন দুপুরে মামুনের শশুরবাড়ীর লোকজনদের শুধুমাত্র মাছের দিয়ে আপ্যায়ন করে। এতে মামুন ক্ষোভে বাড়িতে থাকা জমিতে দেওয়া তরল বিষ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেসে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। চিকৎসাধীন অবস্থায় ওই দিন রাত সাড়ে ৮টার দিয়ে সে মারা যায়।
অপরদিকে শেরপুর পৌরশহরের গোসাইপাড়া এলাকার শ্রী তপন বিশ্বাসের মেয়ে শেরপুর মহিলা কলেজের অনার্স পড়ুয়া ছাত্রী চৈতি বিশ্বাস দীর্ঘদিন ধরে গোপন রোগে ভুগতেছিল। পারিবারিক সুত্রে জানা যায় সে কোনদিন সন্তানের মা হতে পারবেনা। এতে সে হতাশাগ্রস্থ হয়ে গত ২৭ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে তরল বিষ পান করে অসুস্থ হয়ে পরে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেসে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। চিকৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে সে মারা যায়।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার বলেন, আত্মহত্যার ঘটনায় শেরপুর থানায় দুটি পৃথক ইউডি মামলা দায়ের হয়েছে।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: