গৃহ-পরিচারিকা শিশুর ঝুঁলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২২, ১২:১৮ এএম

ময়মনসিংহের নান্দাইলে জান্নাতুল (১২) নামে এক গৃহ-পরিচারিকা শিশুর ঝুঁলন্ত মরদরহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জান্নাত জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বৈরাটি গ্রামের মোঃ আল আমিনের মেয়ে। শুক্রবার (২ ডিসেম্বে) দুপুর আড়াইটার দিকে পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের নদীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়,ওই এলাকার আনোয়ার মাস্টারের বাড়িতে স্ব-পরিবারে ভাড়া থাকতেন শিক্ষক মোঃওয়াদুদ মিয়া। তার স্ত্রী রাকিবা নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কম্পিউটার অপারেটর পদে চাকরি করেন। স্ত্রী রাকিবার বাবার ঈশ্বরগঞ্জ উপজেলার বৈরাটি গ্রামে। তারা স্বামী স্ত্রী দু'জন চাকরী করায় রাকিবা তার বাবার বাড়ি এলাকা থেকে জান্নাতুলকে গৃহপরিচারিকার কাজের জন্য আনেন।

ঘটনার দিন শুক্রবার জুমার নামাজের সময় সবাই মসজিদে চলে যায়। নামাজ শেষে বাসায় ফেরে শিশুটিকে বারান্দার রুমে ঝুঁলন্ত অবস্থায় দেখতে পেরে পুলিশকে খবর দেন।

এবিষয় নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে স্টিলের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ময়না-তদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: