‘শেখ হাসিনাকে ক্ষমতায় না আনলে আবারও পাকিস্তানি পতাকা উড়াবে’

শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। তা না হলে দেলোয়ার হোসাইন সাঈদীর মত রাজাকারেরা আবারও রাষ্ট্র ক্ষমতায় এসে এদেশে পাকিস্তানি পতাকা উড়াবে বলে জানিয়েছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম (এমপি)। শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় পিরোজপুরের নাজিরপুরে শ্রীরামকাঠি মহাবিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।
মন্ত্রী এসময় আরও জানান, আওয়ামী লীগ ক্ষমতায় না এলে হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজা উদযাপন করতে পারবে না। এমনকি এদেশে হিন্দু-মুসলিম যে সম্প্রীতিতে বাস করছে তা আর থাকবে না। এছাড়া অনেক মানুষকে দেশ ছেড়ে চলে যেতে হবে। পিরোজপুর- ১ আসনের এ সংসদ সদস্য আরও বলেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপি সহ যারা শেখ হাসিনা সরকারকে উৎক্ষাতের স্বপ্ন দেখছে তারা পাগল আর উন্মাদ ছাড়া কিছুই না। এছাড়া বিভিন্ন ধরণের গুজবে কাউকে কান না দেওয়ার আহবান জানান মন্ত্রী।
দেশের বর্তমান শিক্ষাব্যাবস্থার কথা জানিয়ে মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষা খাতে যে পরিমান বরাদ্ধ দিয়েছে তা বাংলাদেশের ইতিহাসে কেউ দেয়নি। শেখ হাসিনা শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের বিভিন্ন স্থানে মেডিকেল কলেজ স্থাপন করেছেন। এছাড়া তিনি প্রতিটি জেলায় একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করেছেন বলেও জানান মন্ত্রী রেজাউল করিম।শ্রীরামকাঠি কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম রোকনুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রেজানুল/সা.এ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: