তাশ খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের শৈলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম সাগতম বৈরাগী (২৮), তিনি ওই গ্রামের খোকন বৈরাগীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন রাত সাড়ে ১০টার দিকে ফুটবল বিশ্বকাপ খেলা দেখে রাত ১টার ব্রাজিল-ক্যামেরুনের খেলা দেখার জন্য অপেক্ষা করছিলো সাগতম বৈরাগী সহ অন্যরা। এসময় সাগতম বৈরাগীর একসেট তাস পিন্টু বিশ্বাসের কাছে রাখে পরে খেলার জন্য। রাত সাড়ে ১১টার দিকে সাগত বৈরাগী পিন্টুর কাছে ওই তাস চাইলে সে নেই বলে জানায়। তুচ্ছ এ ঘটনা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
পরে পিন্টুসহ কয়েকজন এসে সাগতম বৈরাগীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান বলেন, লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: