কানায় কানায় পূর্ণ হচ্ছে লোক, চট্টগ্রামের জনসভা ঘিরে এলাহি কাণ্ড

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে নৌকার আদলে তৈরি দীর্ঘ ৩ হাজার ৫২০ বর্গফুটের মঞ্চ। প্রধানমন্ত্রীসহ বসবেন ২শ জন নেতা। শহরজুড়ে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। তড়িৎ গতিতে সংস্কার করা হয়েছে শহরের অসংখ্য রাস্তাঘাট। সৌন্দর্যবর্ধনের পাশাপাশি দৃষ্টিনন্দন তোরণ এবং ঝলমলে আলোকসজ্জায় বর্ণিল চট্টগ্রাম।
এ ছাড়া নিরাপত্তার দায়িত্বে কেবল মাঠ ও আশপাশের এলাকায় থাকছে সাত হাজারের বেশি পুলিশ। এসব এলাহি কাণ্ড কেবল দীর্ঘ ১০ বছর ৯ মাস পর চট্টগ্রামে ক্ষমতাসীন দল আ.লীগের জনসভা ঘিরে।
প্রায় এক দশক পর আজ রোববার দুপুরে পলোগ্রাউন্ড মাঠের জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বরণের প্রস্তুতি নিপুণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ের শীর্ষ নেতারা গত দুদিন ধরে চট্টগ্রামে অবস্থান করেছেন। চট্টগ্রামে প্রধানমন্ত্রী এসেছেন, তাই ঢাকা থেকে ছুটে এসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ প্রায় ডজনখানেক কেন্দ্রীয় নেতা। তাদের মধ্যে চট্টগ্রামে কৃতি সন্তান রয়েছেন অনেকে।
সকাল ১০ টা থেকে জনসভার মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। ইতোমধ্যে জনসভাস্থলের মাঠের কানায় কানায় পূর্ণ হতে শুরু করেছে নেতাকর্মীদের আগমনে। দুপুর ১২টায় স্থানীয় নেতারা বক্তব্য দেবেন। বেলা ৩টার দিকে সভাস্থলে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) থেকে হেলিকপ্টারযোগে এম এ আজিজ স্টেডিয়ামে নামবেন। ইতিমধ্যে জনসভার সব প্রস্তুতি শেষে সংস্কৃতি অনুষ্ঠান চলছে। কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাদের তদারকিতে সুন্দর একটি ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে। এটি স্মরণকালের বড় জনসভা হবে।
পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনসভা ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসএসএফ আগে থেকে জনসভাস্থলসহ সম্ভাব্য সব স্থানের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
জনসভা মাঠ ও আশপাশের এলাকায় ৩০০ মাইক বসানো হয়েছে। জনসভাস্থলের দুই থেকে তিন কিলোমিটার দূরে পর্যন্ত জনসভার মাইকের শব্দ পাওয়া যাবে। মাঠে থাকবে ৩০ পেয়ার সাউন্ড সিস্টেম। নগরের দেওয়ানহাট, সিআরবি, এম এ আজিজ স্টেডিয়াম, কদমতলী, স্টেশন রোডসহ আশপাশের এলাকায় এই মাইকগুলো লাগানো হয়।
সর্বশেষ ২০১২ সালের ২৮ মার্চ পলোগ্রাউন্ডে জনসভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হতে যাওয়া জনসভা সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: