বরগুনায় পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২২, ০৬:৪০ পিএম

বরগুনার জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা আজ বরগুনা পুলিশ লাইন মাঠে অনুষ্টিত হয়। বিকাল ২-৩০ মিনিটে প্রতিযোগিতার উদ্ভোধন করেন, বরিশাল বিভাগীয় পুলিশ( ডিআইজি) প্রধান এস,এম,আক্তারুজ্জামান। কুচকাওয়াজ পরিচালনা করেন, এস, এম, তারেক রহমান, অতিরিক্ত পুলিশ সুপার। উদ্ভাধনী পর্বে সভাপতিত্ব করেন, পুলিশ সুপার আব্দুস ছালাম।

অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) ডিআইজি অফিস বরিশাল, ফারুক আহমেদ, সাইদুল রহমান, পুলিশ সুপার পিরোজপুর, সাইদুর রহমান, পুলিশ সুপার পটুয়াখালী, সাইফুল ইসলাম, পুলিশ সুপার ভোলা, আফরাজুল হক টুটুল, পুলিশ সুপার ঝালকাঠি, শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, বরিশাল রেইঞ্জ, সোয়াইব হোসেন, পুলিশ সুপার রেইঞ্জ কার্যালয়, বরিশাল। মোট ২২ টি প্রতিযোগিতায় পুলিশ সদস্য, পুলিশ পরিবারের সন্তান এবং আমন্ত্রিত অতিথিরা অংশ গ্রহন করেন।

এর আগে সকাল ১০ টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে কমিউনিটি পুলিশের উদ্দোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্টিত হয়। পুলিশ সুপার আব্দুস ছালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ডিআইজি বরিশাল বিভাগ পুলিশ, এস,এম,আক্তারুজ্জামান। বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, কমিউনিটি পুলিশের জেলা সভাপতি, আঃ মোতালেব মৃধা, মুক্তিযোদ্ধা আঃ রশিদ, সুখ রঞ্জন শীল, আ্যাড়: শাহজাহান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: