বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র মেজবাউল হক

প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২২, ০৯:২১ পিএম

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হককে নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।তিনি ব্যাংকটির মুখপাত্র জি এম আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হচ্ছেন। রবিবার (৪ ডিসেম্বর) মেজবাউল হককে মুখপাত্র হিসেবে নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে মুখপাত্রের দায়িত্বে ছিলেন নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। তি‌নি গত ৪ অক্টোবন অবস‌রে গে‌লে ৬ অক্টোবর নতুন মুখপাত্র হন নির্বাহী পরিচালক জি এম আবুল কালাম আজাদ। এক মাস দুই দি‌নের মাথায় তা‌কে প‌রিবর্তন ক‌রে মেজবাউল হককে দা‌য়িত্ব দেওয়া হ‌লো।

১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন মেজবাউল হক। এরপর তিনি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন, ভিজিলেন্স, ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্ট ও সবশেষ পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে, গত ৬ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দায়িত্ব পেয়েছিলেন জি এম আবুল কালাম আজাদ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: