শীতের রাতে শীতার্তদের পাশে পৌর মেয়র বন্যা

প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২২, ০৯:৪৪ এএম

উত্তরবঙ্গের অবহেলিত জনপদ ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর। আর এই অঞ্চলেই শীতের দিনে পড়ে প্রচন্ড ঠান্ডা। তাই শীতের শুরুতেই শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যা।

রবিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে আটটা থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত শীতের কম্বল বিলিয়েছেন অসহায় শীতার্তদের মাঝে। ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড, সত্যপীর ব্রীজ, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড, চৌরাস্তা, আর্টগ্যালারী, রোড ফকিরপাড়া ও রেলষ্টেশনে নিজ অর্থায়নে প্রায় ৮০০শত কম্বল বিতরণ করেন তিনি। এসময় অসংখ্য শীতার্ত মানুষ শীতের শুরুতেই শীতবস্ত্র কম্বল পেয়ে খুশি হন এবং দোয়া করেন।

পরে বন্যা রোড মাদক বস্তি হিসেবে খ্যাত ফকিরপাড়ায় মাদক নির্মূল ক্যাম্পে গিয়ে মাদক ব্যাবসা ছেড়ে দেওয়া ব্যাবসায়ীদের খোঁজ খবর নেন এবং তাদের মাঝেও কম্বল বিতরণ করেন।

পৌর মেয়র বন্যা বলেন, সাধারণত সরকারি বরাদ্দ আসে শীতের মাঝে কিংবা শীতের শেষ দিকে। প্রচন্ড শীতে মানুষ প্রচন্ড কষ্ট পায়। তাই আমি নিজস্ব অর্থায়নে শীতের শুরুতেই কিছু কম্বল বিতরণ করলাম। যেনো এই মানুষগুলো শীতে কষ্ট না পায়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: