আজ শেরপুরের শ্রীবরদী পাকহানাদার মুক্ত দিবস

প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২২, ০৯:৫১ এএম

১৯৭১ সালের ৬ ডিসেম্বর পাকহানাদার মুক্ত হয় শেরপুরের শ্রীবরদী উপজেলা। মুক্তিযুদ্ধকালীন সময়ে পাক হানাদার বাহিনী শ্রীবরদী সদর, ভায়াডাঙ্গা, ঝগড়ার চর ও কুরুয়াতে ক্যাম্প স্থাপন করেন। পাকহানাদার বাহিনীর হাতে শহীদ হন ২৪ জন মুক্তিযোদ্ধা। তবে মিত্র বাহিনীর তীব্র আক্রমনে টিকতে না পেরে পাক হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার ও আলবদর বাহিনীর সদস্যরা শ্রীবরদী ছাড়তে বাধ্য হয়।

৪ ডিসেম্বর ধানুয়া কামালপুরে মিত্রবাহিনীর আক্রমনে হেরে গিয়ে পাক হানাদার বাহিনীর সদস্যরা শ্রীবরদীর দিকে অবস্থান নিলে ১১ নং সেক্টর কমান্ডার কর্ণেল আবু তাহেরের নেতৃত্বে মিত্রবাহিনী প্রবল আক্রমন চালান। ৬ ডিসেম্বর ভোরে মিত্রবাহিনীর আক্রমনে ক্যাম্প ছেড়ে পাকহানাদার বাহিনী শ্রীবরদীর লংগরপাড়া হয়ে শেরপুরের দিকে পিছু হটেন। ওই দিনই তারা জামালপুরে অবস্থান নেন। মুক্ত শ্রীবরদীতে স্বাধীন বাংলার পতাকা উড়ান মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সি (বীরপ্রতীক) ও মুক্তিযোদ্ধা আব্দুর রেজ্জাক।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: