৬ ডিসেম্বর সুনামগঞ্জ হানাদার মুক্ত দিবসে পালিত

প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২২, ০৫:৪২ পিএম

৬ই ডিসেম্বর নানান কর্মসূচির মধ্যে দিয়ে সুনামগঞ্জ হানাদার মুক্ত দিবসে পালিত হয়েছে। মঙ্গলবার সকাল জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডা এবং জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আয়োজন বিশাল শোভা যাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে মিলিত হয়। র‍্যালীতে রাজাকার আলবদর তাদের প্রতিকি ফাঁসি দিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহ্ছান শাহ, পৌরসভার মেয়র নাদের বখত,তাহিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের কৃষি সমবায় সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুলসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগন,সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: