শিশু মাইশার মৃত্যু : ৩ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২২, ০৮:৫৬ পিএম

হাতের আঙুল অপারেশন করাতে গিয়ে ছয় বছর বয়সী শিশু মারুফা জাহান মাইশার মৃত্যুর ঘটনায় তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানী রুপনগর থানায় মামলা করেছেন মাইশার বাবা মোজাফফর হোসেন। মামলায় আলম মেমোরিয়াল হাসপাতালের ডা. আহসান হাবিব, সার্জারি চিকিৎসক শরিফুল ইসলাম ও এনেস্থিসিয়া চিকিৎসক ডা. রনিকে আসামি করা হয়েছে।

মাইশা কুড়িগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভেলাকোপা ব্যাপারী পাড়ার মোজাফফর আলী ও বেলি আক্তারের মেয়ে। সোমবার হাসপাতালসহ চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে ঢাকায় আসেন মাইশার বাবা। ওইদিন দুপুরে রাজধানীর রূপনগর থানায় অভিযোগ জমা দেন তিনি। পরে সেটি মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ।

এ বিষয়ে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল রহমান সরদার গণমাধ্যমকে বলেন, মাইশার মৃত্যুর ঘটনায় তার পরিবার থানায় মামলা করেছেন। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: