প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কক্সবাজার শহরে জনস্রোত

প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২২, ১০:৪৮ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার এসে পৌঁছবেন বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১০ টার পর পরই। তিনি সরাসরি আন্তর্জাতিক নৌ মহড়ার উদ্বোধন করতে ইনানীস্থ বঙ্গোপসাগরের মোহনায় যাবেন। ওখানে কর্মসূচি শেষে দুপুর ২ টার পর আসবেন কক্সবাজার সমুদ্র সৈকতের নিকটবর্তী লাবণীয় পয়েন্টের শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের জনসভা মঞ্চে।

কিন্তু প্রধানমন্ত্রী আগমনের ১৬ ঘন্টা আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার পর থেকে কক্সবাজার শহরে জনস্রোত দেখা গেছে। উপকূল উপজেলা থেকে দূর থেকে বিভিন্ন নেতার সমর্থনে হাজার হাজার মানুষ মিছিল সহকারে আসতে শুরু করেছে কক্সবাজার শহরে।

সন্ধ্যার পর কক্সবাজার শহরের কলাতলী এলাকা লাল রঙের টি শার্ট ও লাল হ্যাপ পরিহিত কয়েক হাজার মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে মিছিল করতে দেখা গেছে। এসব মানুষ চকরিয়া ও পেকুয়া উপজেলা থেকে প্রধানমন্ত্রীর জনসভায় যোগদান করতে আগাম চলে এসেছে বলে জানিয়েছেন মিছিলে থাকা কয়েকজন। তাদের চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলমের প্ল্যাকার্ড হাতে নিয়ে শ্লোগন দিতে দেখা যায়। তারা জানিয়েছেন, তারা বিভিন্ন আবাসিক হোটেলে রাত্রি যাপন শেষে সকাল ১০ টার পর পর সভাস্থলে যাবেন।

একই সময় কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ ৬ নম্বর জেটি ঘাট দেখা গেছে কয়েক হাজার মানুষ। এরা সকলেই সাগর পাড়ি দিয়ে মহেশখালী উপজেলা থেকে এসেছেন। তারা সকলেই মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে শ্লোগান দেন। তারাও রাতে আবাসিক হোটেলে অবস্থান নিয়ে সকালে সভা মঞ্চে যাবেন বলে জানান।

টেকনাফ থেকেও কয়েক হাজার নেতা-কর্মী কক্সবাজার শহরে পৌঁছার তথ্য জানিয়েছেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল বশর। তিনি জানিয়েছেন, সেন্টমার্টিন দ্বীপ ও শাহপরীর দ্বীপ এলাকার মানুষ কক্সবাজার এসে পৌঁছেছে। অন্যান্যরা গাড়ি বহর নিয়ে সকালে আসবেন।

কক্সবাজার আবাসিক হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জনসভায় অংশ নিতে মানুষ ব্যাপকভাবে আসতে শুরু করেছে। সাড়ে ৭ টা পর্যন্ত লাখের কাছা-কাছি মানুষ আবাসিক হোটেলে কক্ষ ভাড়া নেয়ার তথ্য পাওয়া যাচ্ছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: