ভোলায় নুডুলস খাওয়া নিয়ে ফুটবল সমর্থকদের মধ্যে সংঘর্ষে যুবকের মৃত্যু

ভোলায় বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষ্যে নুডুলস খাওয়া নিয়ে সংঘর্ষে হৃদয় নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালি এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে দুই গ্রুপের আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়,গত শনিবার রাতে আর্জেন্টিনার খেলার দিন সমর্থকরা নুডলস খাওয়ার আয়োজন করে। এ নিয়ে দুই সমর্থক আকবর ও আশিকের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের অনুসারী দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। এর জের ধরে মঙ্গলবার রাতে আবারও দুই গ্রুপের সমর্থকরা দেশিয় অস্ত্র নিয়ে মারামারি শুরু করে।এ সময় অস্ত্রের আঘাতে জখম হন ২০ বছর বয়সী হৃদয়। তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে জানান।
বিষয়টি নিশ্চিত করেন ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনিস উদ্দিন। তিনি জানান, ফুটবল খেলা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে একজন মারা গেছেন। উভয় পক্ষের আটজন ভোলা সদর হাসপাতালে ভর্তি আছেন। আমরা ময়নাতদন্ত শেষে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেব।
ভোলা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. নাইমুল হাসনাত বলেন, দেশি অস্ত্রে জখম হয়ে আট জন ভর্তি আছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজন মারা গেছেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: