পানি নিয়ে বাড়ি ফেরা হলোনা আবদুল্লাহ'র

নড়াইলের শিশু আব্দুল্লাহ’র পানি নিয়ে আর বাড়ি ফেরা হলো না। রাস্তা পার হতে গিয়ে বেপরোয়া গতির ট্রলীর চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তার। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে নড়াইল-মাগুরা মহাসড়কে বাঘডাঙ্গা গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ৫ বছরের শিশু আব্দুল্লাহর বাবা মা কাজের সুবাদ ঢাকায় বসবাস করায় আব্দুল্লাহ্ বাগডাঙ্গা গ্রামে তার নানা আব্দুর রহমানের বাড়ি প্রতিপালিত হয়ে আসছিল। ঘটনার দিন সে বাড়িরপাশের নড়াইল-মাগুরা রাস্তা পেরিয়ে প্রতিবেশিদের বাড়ির ডিপ টিউবয়েলে খাবার পানি আনতে যায়। সেখান থেকে পানি নিয়ে ফেরার সময় নড়াইলগামি একটি বেপরো গতির মালবাহী অবৈধ ট্রলী আব্দুল্লাহকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। শিশু আব্দুল্লাহর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান বলেন,ঘটনার পরে ট্রলির চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: