নালিতাবাড়ীতে জয়িতা সম্মাননা পেলেন ৫ নারী

প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২২, ০৭:৫৯ পিএম

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পাঁচ নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জয়িতাদের সম্মাননা স্বারক দেয়া হয়।

শ্রেষ্ঠ পাঁচ জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী পৌরশহরের গড়কান্দা মহল্লার কানিজ ফাতেমা কল্পনা, সফল জননী নারী হিসেবে পৌরশহরের গড়কান্দা মহল্লার রহিমা খাতুন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী পৌরশহরের গড়কান্দা মহল্লার রেবেকা সুলতানা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় পৌরশহরের গড়কান্দা মহল্লার তাজনেহার রুনা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় উত্তর রাণীগাঁও গ্রমের আশুরা বেগম। এই পাঁচ জয়িতাকে উপজেলার শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা স্বারক ও সনদ দেয়া হয়েছে।

শুক্রবার বেলা ১২ টার সময় উপজেলা সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক, সাংবাদিক এমএ. হাকাম হীরা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: