বড়াইগ্রামে বিজয় দিবস উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২, ০৩:৫১ পিএম

মোতালেব হোসেন, বড়াইগ্রাম (নাটোর) থেকে: নাটোরের বড়াইগ্রামে বিজয় দিবস উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প করে স্বাস্থ্যসেবা প্রদান এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গোল্ডেন ড্রীমস্ লিমিটেড ও সুর্যোদয় সমাজ কল্যাণ সংঘের আয়োজন এই ফ্রী মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী উপস্থিত ছিলেন।

উপজেলার আগ্রান বাজারে বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী প্রামানিকের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল আজাদ দুলাল, উপজেলা আওয়ামীলীগের সাবেক ধর্মীয় বিষয়ক সম্পাদক ফেরদৌস আলম প্রমুখ।

ডা. আফসানা মিমি সন্ধা নেতৃত্বে দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে ১০ জন চিকিৎসকের মাধ্যমে শহস্রাধীক সাধারণ মানুষকে বিনামূল্যে মেডিসিন, শিশু,চর্ম ও দন্তের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: