বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ-মিছিল

সারাদেশে বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের মুক্তি ও দলীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে বিএনপির ঘোষিত বিক্ষোভের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল থেকে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা, পরে তাঁরা বিক্ষোভ মিছিল ও শোডাউন দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের এক কর্মী জানান, বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা যেন ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে সেজন্য তারা বিক্ষোভ মিছিল ও শোডাউন দিয়েছে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি-জামায়াতের কর্মসূচিকে ‘নৈরাজ্য’ আখ্যা দিয়ে তাদের কর্মসূচির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এদিকে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠ থেকে বাংলাদেশ ছাত্রলীগের সদ্য বিলুপ্ত হওয়া কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরীর নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মীদের একটি মিছিল বের হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের সামনে থেকে মিছিল শুরু হয়ে মধুর ক্যান্টিন ও শাহবাগ প্রদক্ষিণ করে টিএসসির সামনে পায়রা চত্বরে শেষ হয়। সাংগঠনিকভাবে ঢাবি ও ছাত্রলীগের কমিটি না থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মী ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা ছাত্রলীগ নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী বলেন, গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দেশের বিভিন্ন জায়গা থেকে ভাড়াটে সন্ত্রাসীদের এনে পুলিশের ওপর হামলা করে বিএনপি। গণতান্ত্রিক আন্দোলনের নামে বিএনপি তাদের কার্যালয়ে ককটেল, বোমাসহ অনেক অস্ত্রসস্ত্র মজুত করে। তারা পুলিশসহ সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে আন্দোলনের নাম করে দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। সমাবেশের নামে ১০ ডিসেম্বর তারা ঢাকাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। এখন তারা কর্মসূচির নাম দিয়ে সারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের এসব সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে রাজপথে সোচ্চার থাকবে।
তিনি বলেন, ছাত্রসমাজ আজ শেখ হাসিনার প্রশ্নে আপসহীন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখেন, সে স্বপ্নের সারথি হয়ে শিক্ষার্থীরা কাজ করে যেতে চায়। তিনি যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখেন, সে স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীরা কাজ করে যেতে চায়। এদেশের ছাত্রসমাজ বিএনপি-জামায়াতের পেট্রোল এবং গ্রেনেডের উৎসবে আর ফেরত যেতে চায় না।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি না থাকায় সদ্য বিলুপ্ত হওয়া কমিটির বিভিন্ন নেতাদের উদ্যোগে টিএসসি, মধুর ক্যান্টিন, কার্জন হল, নীলক্ষেতসহ বিভিন্ন জায়গায় অবস্থান নিতে দেখা গেছে। হল শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছোট ছোট মিছিল দেখা যায়।
উল্লেখ্য, গেল ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগে বিএনপি বিভাগীয় সম্মেলনে ঘোষণা করা হয় আগামী ২৪ ডিসেম্বর সারা দেশে গণমিছিল এবং দলের নেতাকর্মীদের ‘গ্রেফতার ও হত্যার’ প্রতিবাদে ১৩ ডিসেম্বর সারা দেশে বিক্ষোভ করারও ঘোষণা দিয়েছে দলটি।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: