‘পতাকা বিক্রি শুধু ব্যবসা নয়, কেউ কিনলে তৃপ্তি পাই’

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২, ০৩:৪৫ পিএম

বিজয়ের মাসের শুরু থেকে লালমনিরহাট মিশন মোড় সহ শহরের মুল মুল চত্বর ও বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা,বিভিন্ন দিবসের ফেস্টুন সহ বাংলার নানা প্রতিচ্ছবি, চিত্র অন্যের হাতে তুলে দিতে দাড়িয়ে থাকতে দেখা যায় পতাকা বিক্রেতাদের। এর মধ্যে ষাটোর্ধ বয়সী নজরুল ইসলামের সাথে কথা হয়।

পতাকা বিক্রি কেমন হচ্ছে আর মুনাফাই বা মিলছে কেমন এ ব্যবসায়... উত্তরে পতাকা বিক্রেতা নজরুল ইসলাম জানান, শুধু আমি নই অনেকেই এই সময়ে পতাকা বিক্রি করে। আমি দীর্ঘদিন থেকে এই ব্যবসা করছি।

তবে এটিই শুধু ব্যবসা নয়, এ কাজে আমার মনোযোগ অন্য কাজের তুলনায় বেশি বসে। কেউ আমার নিকট থেকে পতাকা কিনলে আর পতাকাটি ক্রেতার হাতে তুলে দিতে পারলে তৃপ্তি পাই। বিভিন্ন দিবসের সময়ে পতাকা বিক্রি করে আনন্দময় সময়ের সাথে আয়ও বেশ ভালো হয়। নজরুল ইসলাম জানান, বর্তমানে (ডিসেম্বরে) প্রায় দিনই ৩ থেকে ৫ হাজার টাকা বিক্রি করি। এতে সব খরচ মিটিয়ে বেশ লাভও হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: