জুয়ার আসরে পুলিশের হানা, দৌঁড়ে বাড়ি ফিরে মারা গেলেন জুয়াড়ী

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২, ১০:৫৬ এএম

ইমরান হোসেন, সাতক্ষীরা থেকে: সাতক্ষীরার তালায় তাসের জুয়ার আসরে হানা দিয়ে দুই জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে দৌঁড়ে বাড়ি ফিরে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন এক জুয়াড়ী। বুধবার (১৪ ডিসেম্বর) বেলা ৫টার দিকে উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামে পুলিশী অভিযানের এ ঘটনা ঘটে।

স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যাওয়া আবুল হোসেন (৫০) মাগুরাডাঙ্গা গ্রামের মৃত. জব্বার মোড়লের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, তাসের জুয়া খেলার আস্তানায় বিকেল ৫.২০ মিনিটের দিকে অভিযান করা হয়। সেখানে দুইজনকে পুলিশ আটক করলেও বাকি ৮-৯ জন পালিয়ে যায়। পরবর্তীতে বাড়িতে ফিরে ৭টার দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে আবুল হোসেন নামের একজন মারা গেছেন। তিনিও জুয়া খেলছিলেন। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: