একটি গোষ্ঠীর স্বার্থকে আড়াল করতেই তদন্ত সংস্থার প্রতিবেদন: ফারদিনের বাবা

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২, ০৪:১৫ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন পরশের মৃত্যুর ঘটনায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দুই তদন্ত সংস্থার দেওয়া তদন্ত প্রতিবেদন মানতে নারাজ ফারদিনের বাবা নুর উদ্দিন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) এ কথা বলেন ফারদিনের বাবা।

ফারদিনের বাবা বলেন, আমার ছেলে আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কোনও একটি গোষ্ঠীকে আড়াল করতেই, তাদের স্বার্থেই এই ধরনের প্রতিবেদন দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় দুই তদন্তকারী সংস্থার দেওয়া বক্তব্যে হতাশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘ব্রিজের ওপর থেকে ফারদিন লাফ দিয়ে আত্মহত্যা করেছে, তদন্তকারী দুই সংস্থা আমাকে এ বিষয়টি জানিয়েছে।’ তবে কীভাবে তারা নিশ্চিত হলেন এটি ফারদিন, এই প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আমার ছেলেকে তো আর ফিরে পাবো না। আমরাও আরও চারটি কবর খুঁড়ছি। আমরা জ্যান্ত কবরবাসী হবো। তদন্তকারী সংস্থা ফারদিনের মৃত্যুর বিষয়ে যেসব তথ্য দিচ্ছে, তা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়।’

ডিজিটাল ডিভাইস দিয়ে সবকিছুই শনাক্ত করা যায় উল্লেখ্য করে তিনি বলেন, ‘রামপুরা থেকে শুরু করে ঢাকা শহরের জনসন রোড, কেরানীগঞ্জ, জুরাইন, পোস্তগোলা, কোনও জায়গায় কোনও রকমের ফুটেজ পাওয়া গেলো না! শুধু যাত্রাবাড়ীতে এক জায়গায় তাকে দেখা গিয়েছিল! পরবর্তীতে তাকে তুলে নেওয়া হয়েছে এবং হত্যা করা হয়েছে।’ ময়নাতদন্ত কর্মকর্তা তখন জানিয়েছিলেন মাথা ও বুকে আঘাত করে হত্যা করা হয়েছিল, সে বিষয়টিও তদন্তকারী সংস্থা আমলে নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

পুনরায় তদন্তের দাবি করবেন কিনা, এমন প্রশ্নের জবাবে নুরুদ্দিন বলেন, ‘যখন দুটি আইন প্রয়োগকারী সংস্থা এক হয়ে একই ধরনের প্রতিবেদন দেয়, সেখান থেকে আবার অন্য কোনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য কোনও ইউনিটকে দিয়ে তদন্ত করলে কী আর হবে?'

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: