মাদক সেবন বিক্রির অভিযোগে এক জনের কারাদন্ড

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২২, ০৯:২৯ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একব্যাক্তিকে মাদক সেবন ও বিক্রির অভিযোগে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃক আটককৃতকে ভ্রম্যামান আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদন্ড ও একহাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) উপজেলার জয়পুর গ্রামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ইন্সপেক্টর চন্দন গোপাল সুর এক অভিযান চালিয়ে তপন চন্দ্র দেবনাথকে নিজ বাড়ি থেকে গাঁজাসহ আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও হাফিজা জেসমিন তপন চন্দ্রকে ওই দন্ডাদেশ প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: