১৫ রানেই অলআউট, টি-টোয়েন্টিতে সর্বনিম্ন

ছবি - সংগৃহীত
বিগ ব্যাশে মাত্র ১৫ রানে সবগুলো উইকেট হারিয়ে টি-টোয়েন্টির রেকর্ডবুক ওলট-পালট করে দিলেন সিডনি থান্ডার্স। ওপেনার থেকে টেলএন্ডার-থান্ডার ব্যাটারদের সবাই ছিলেন আশা যাওয়ার মিছিলে ব্যস্ত। অ্যাডিলেইড স্টাইকার্সের বিপক্ষে খেলতে নেমে লজ্জার এই রেকর্ড গড়ে তারা।
সিডনি শোগ্রাউন্ড স্টেডিয়ামে শুক্রবার টস জিতে আগে ব্যাট করতে নেমে অ্যাডিলেড করেছিল ১৩৯ রান। ১৪০ এর লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩৫ বলেই শেষ হয়ে যায় থান্ডারের ইনিংস। থান্ডারের কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। দলের পাঁচ ব্যাটার ডাক মেরেছেন। অ্যাডিলেডের হয়ে সেরা বোলিং করেছেন হেনরি থর্নটন।
অ্যাডিলেইডের পক্ষে পেসার থর্নটন ২.৫ ওভারে একটি মেডেনে মাত্র ৩ রান দিয়ে নেন ৫ উইকেট। থান্ডারের ১৫ রানে অলআউট হওয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তো বটেই, সব ধরনের টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ডও এটি। থান্ডারের আগে এমন রেকর্ড গড়েছিল তুরস্ক। ২০১৯ সালে কন্টিনেন্টাল কাপে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২১ রানে অলআউট হয়েছিল তুর্কিরা।
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: