র‍্যাব সদরদপ্তরে গেলেন ফারদিনের বন্ধুরা

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২২, ০৯:২৪ পিএম

বুয়েটের ছাত্র ফারদিন নূর পরশ স্বেচ্ছায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেছেন বলে দাবি করেছেন র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ দাবির বিষয়ে প্রমাণ দেখতে ফারদিনের সহপাঠীরা র‍্যাবের সদরদপ্তরে গিয়েছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাবের কার্যালয়ে যান তার সহপাঠীরা।

খোজ নিয়ে জানা গেছে, সহপাঠীদের ফারদিনের মৃত্যু নিয়ে কিছু সন্দেহ ছিল। এ জন্য কথা বলতে তারা আজ র‌্যাব কার্যালয়ে যান। প্রায় দুই ঘণ্টা র‍্যাব কার্যালয় থাকার পর শিক্ষার্থীরা বের হয়ে যান। তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি ফারদিনের বন্ধুরা। এর আগে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ৩ ঘণ্টা বৈঠক করেন বুয়েট শিক্ষার্থীরা।

বৈঠক থেকে বের হয়ে ডিবির তদন্তে সন্তোষ প্রকাশ করে বুয়েট শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, ডিবি কর্মকর্তারা আমাদের ফারদিনের তদন্তের আলামতগুলো দেখিয়েছেন, সবকিছু দেখে আমাদের কাছে বিষয়গুলো প্রাসঙ্গিক মনে হয়েছে। আমাদের মনে হয়েছে তদন্তে ডিবি তাদের বেস্ট এফোর্ট দিয়েছে। তবে কিছু গ্যাপ আছে। যেগুলো হয়ত আগামীতে সমাধান করবেন তারা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: